মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ মঙ্গলবার, ০১ জুন, ২০২১ খ্রিঃ নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে রাত ০৮ ঘটিকায় ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম ( বার) । এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) জনাব তানজিলা সিদ্দিকা, পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্য।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন বর্তমান প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনে ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান; এরই পরিপ্রেক্ষিতে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রেও প্রতিদ্বন্ধিতা কোন অংশে কম নেই; তাই পরীক্ষায় ভালো করতে হলে প্রচুর পড়াশোনার বিকল্প নেই; এটি বিবেচনায় রেখেই আমাদের এই আয়োজন যেটি সফল করতে বা নড়াইল পুলিশের মান সমুন্নত রাখতে আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করেন ও কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।