জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার হাওয়ায়খালী ব্রীজের ওপার পিকআপ ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাকের চালক আশিকুর ও তার হেলপার আরিফ গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের হাওয়ায়খালী ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে।
আহত আশিকুর নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা ও তার হেলপার আরিফ একই উপজেলার মুলদাইড় গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের
হাওয়ায়খালী ব্রীজের ওপর যশোরগামী মুরগীবহনকারী পিকাআপের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় পিকআপের চালক দয়াল দাসকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ দিকে ট্রাক চালক আশিকুর ও তার হেলপার আরিফকে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে ট্রাক চালককে ঢাকায় ও হেলপারকে খুলনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।