ফাতেমা খানম মৌ নড়াইল থেকেঃ
আজ ৩১ ডিসেম্বর সকালে নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) জনাব সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস আই জনাব মোঃ ফাহাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই মোঃ বিপ্লব শেখ , কনস্টেবল মোঃ মিন্টু, মোঃ শরিফুল, মোঃ শিবলী, মোঃ হাসিব সহ নড়াইল সদর থানাধীন শেখ রাসেল ব্রিজের পূর্ব পাশে অবস্থান করেন।
মাদক ব্যবসায়ী মোঃ জুবায়ের হোসেন (৩২), পিতা- মোঃ আজাহার আলী, গ্রাম- হাগড়া, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর মোটরসাইকেল যোগে শেখ রাসেল ব্রিজের পূর্বপাশে আসলে পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসায়ীর মোটরসাইকেল থামিয়ে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার করেন এবং মাদকদ্রব্য (ফেনসিডিল) বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করেন।
আটককৃত মোটরসাইকেলটি এবং মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।