নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের (কিশোর-কিশোরী) বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ফিতা কেটে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও কুইজ প্রতিযোগিতার উদ্ধোধন করেন।
নড়াইল পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে (কিশোর-কিশোরী) বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা, চোখের ভিশন পরীক্ষা,কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন সামগ্রীসহ আয়রন ও ফলিক এসিড প্রদান করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, সদর উপজেলা মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. ইশরাত জাহান, লোহাগড়া উপজেলা মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মৌসুমী মজুমদার এবং কালিয়া উপজেলা মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. এ এস এম নুরুস শাফী। এ ছাড়া কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে নড়াইল পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নূরের সভাপতিত্বে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাবিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা কার্যালয়ের জেলা কনস্যালটেন্ট ডাঃ প্রশান্ত কুমার মল্লিক, সহকারি উপপরিচালক প্রবীর কুমার সেনসহ এস এম সি,ইউনিসেফ বাংলাদেশ,নিউট্রিশান,ব্রাকের প্রতিনিধিরা।
এ সময় (১৮-২৩) জানুয়ারী অনুষ্ঠিত সেবাা সপ্তাহে শ্রেষ্ঠ কর্মী হিসেবে পরিবার কল্যাণ সহাকারী মাম্পি দাস এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা চামেলি খানমের হাতেজেলা প্রশাসক পুরস্কার তুলে দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এসএমসি, ব্র্যাক, নিউট্রিশন ও ইউনিসেফ বাংলাদেশ সার্বিক সহযোগিতা করেন।