মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ আজ মঙ্গলবার ১৫ জুন বিকাল ৩:১৫ ঘটিকায় পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) মহোদয়ের সঠিক নির্দেশনায় নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি ওসি জনাব সুকান্ত সাহা এর তত্ত্বাবধায়নে এস আই মোহাম্মদ নিয়াজ মোরশেদ, এএসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, এএসআই মোহাম্মদ নাজিম উদ্দিন, ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চলাকালীন নড়াগাতি থানাধীন পহরদাঙ্গা গ্রাম হতে নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামের আবু তালেব শেখের ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আল-আমিন শেখকে(২৫) আটক করে। আসামির নিকট হতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গ্রেফতার পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নড়াগাতি থানায় হস্তান্তর করেন।
আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করেছেন নড়াগাতি থানা পুলিশ। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।