জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলে আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজ সেবা এতিমখানায় এতিম ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজ সেবা এতিমখানা চত্বরে পাইকমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুচ মোল্যার সভাপতিত্বে ও কাজী মেজবাহউদ্দিনের সঞ্চালনায় আলোচনা শেষে ১৫০ জন এতিম ছাত্রীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমদের হাতে শীত বস্ত্র তুলে দেন প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান খান দীপু।
এ সময় সোহেলী পারভীন শিলা, শিক্ষাবিদ আব্দুল জলিল মৃধা, আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজ সেবা এতিমখানার সুপার কাজী আব্দুল কাদের, মোস্তাক আহমেদ নাইচ, মোঃ শফিকুল ইসলাম রুহুল্লাহসহ এতিমখানার শিক্ষক, ছাত্রীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান দীপু বলেন, শীতে এ এতিম ছাত্রীদের কারও যেন কষ্ট না হয় সেই দিকে আমরা সকলেই খেয়াল রাখবো।
এছাড়া বিকেলে এতিমখানা চত্বরে ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতিমখানার সুপার কাজী আব্দুল কাদের
বলেন, মানবতার সেবা একটি শ্রেষ্ঠ ইবাদত এবং মানবতার সেবকরাই আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ট সৃষ্টি। তিনি যে কোন মানবিক দুরযোগ ও বিপযর্য় বিপন্ন মানুষের পাশে সাধ্যানুযায়ী সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।