মোঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর লবণচরা ৩১নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ের পাশে রহমানিয়া মহল্লা জামে মসজিদ রোডের দক্ষিণ মাথায় ইব্রাহিমিয়া মাদ্রাসার রোড এলাকায় ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। পুড়েছে ৯ টি বসতঘর,নগদ টাকা, ও স্বর্ণ অলংকার এবং রিক্সা ভ্যানসহ অনেক কিছু। আজ মঙ্গলবার (০১ মার্চ) রাত ৮ টায় এশার নামাজের জামাতের সময় নগরীর লবনচরা বান্দা বাজারের পাশে রহমানিয়া মহল্লা জামে মসজিদ রোডের দক্ষিণ মাথায় ইব্রাহিমিয়া মাদ্রাসা রোডের তুষকাঠ মিলের সাথে ভাড়াটিয়াদের ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে তার আগেই ৯টি ঘর ওনগদ অর্থ ভস্মিভুত হয়।
খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪৫ মিনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এবং পার্শ্ববর্তী অন্যান্য বসতঘর রক্ষা করা সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে মো. আব্দুল খালেক নামে এক ব্যক্তির বাড়ির রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়। এরপর চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এখানকার অধিকাংশ ঘর সেমিপাকা ও টিনসেটের। মুহুর্তের মধ্যে ৯টি ঘর পুড়ে যায়। এরমধ্যে মোঃ আব্দুল খালেক, তার ছেলে জসিম, আলমগীর, সাদ্দামের চারটি ঘর এবং মোঃ রেজাউল ইসলামের পাঁচটি ঘর পুড়েছে।
এক ভাড়াটিয়া মহিলা বলেন আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা আমরা সঠিক বুঝে উঠতে পারি নাই তবে ধারনা করছি ঘরের বাইরে থেকে খেয়াড়ের আগুন অথবা বৈদ্যুতিক কাটাউট বিস্ফোরণে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও জানা যায়নি তবে একজন ভাড়াটিয়ার ঘরে তিন লক্ষ টাকা সংরক্ষিত ছিল যা আগুনে পুড়ে শেষ হয়ে যায়। পুড়ে গেছে তাদের উপর্জনের মাধ্যম রিক্সা ভ্যান ও আসবাব পত্র।
Leave a Reply