আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ
খুলনা টাউন জামে মসজিদে গতকাল জুম্মার নামাজের পূর্ব মূহুর্তে বাংলায় খুৎবা চলাকালে ঢলে পড়েন আশিতিপর মুরব্বী। কয়েকজন ধরাধরি করে সাউথ সেন্ট্রাল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ফলে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছবিসহ ছড়িয়ে পড়ে হৃদয় বিদারক এ ঘটনাটি।পরে জানা যায় মৃত ব্যক্তি রাজশাহীর বাসিন্দা, তার নাম মোঃ আব্দুল হাই। তিনি খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোমিনুন নেসার পিতা।
মুসলিদের সূত্রে জানা গেছে, গতকাল জুম্মার নামাজের পূর্বে খুলনা টাউন জামে মসজিদে বাংলা খুৎবারত অবস্থায় প্রথম কাতারে ওই মুরব্বী অসুস্থ হয়ে ঢলে পড়েন। তাকে সাউথ সেন্ট্রাল রোডের নার্গিস মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আলল্লাহর কাছেই ফিরে যাবো)। এ ঘটনায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।