মো নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি:
অদ্য ২১.০৮.২৩ ইং তারিখ বিকেল ৪.০০ টায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের বাচাড়ীগ্রাম গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলপ) এর আয়োজনে ১৩-১৮ বছর বয়সী ২৫ জন কিশোরীর অভিভাকদের নিয়ে এক অভিভাবক সভা অনুষ্টিত হয়।
উক্ত সভাটি পরিচালনা করেন নওগাঁ সদরের (অফিসার সেলপ) মোঃ আমিনুল হক। বাল্যবিয়ে প্রতিরোধে নওগাঁ সদর উপজেলায় ০৩ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় ১০ টি গ্রামে ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫ জন করে মোট ২৫০ জন কিশোরী নিয়ে স্বপসারথি দল গঠন করা হয়।কিশোরীদের প্রতি মাসে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বাল্যবিয়ের ক্ষতিকর দিক,নিজেদের আত্মবিশ্বাসী করার জন্য সেশন এবং অভিভাবকদের সাথে কোয়ার্টারলি সভা করা হচ্ছে। সে ধারাবাহিকতায় বাল্যবিয়ে প্রতিরোধ,স্বনির্ভর নারীর গুরুত্ব,সঠিক সময়ে বিয়ে দিলে তার সুফল এবং বাল্যবিয়ের কুফল ও নির্যাতনের দুটি গল্পের মাধ্যমে অভিভাবকদের বুঝানো হয়।
মিটিং শেষে সবাই মিলে শপথ করে যে ” সন্তানের নিরাপত্তার জন্য বাল্যবিয়ে নয়,শিক্ষা দিব,নিজের পায়ে দাড়ানোর সুযোগ দিব।আমার মেয়েকে বাল্যবিয়ে দিবোনা, ছেলেকে এ বাল্যবিয়ে করাবোনা”।