আনোয়ার সুমন কোম্পানীগঞ্জ থেকেঃ সিলেটের কোম্পানীগঞ্জ ধলাই নদীতে ইজারা বহির্ভূত এলাকা ঢালারপাড় হতে বালু উত্তোলন করায় টাস্কফোর্সের অভিযানে ছয়টি (৬টি) নৌকাকে ৫০০০০/- হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকাল ১১টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী। এসময় অভিযানে সহযোগীতা করে বিজিবি ও পুলিশ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মুসা নাসের চৌধুরী জানান ইজারা বহির্ভূত এলাকা ঢালার পার হতে বালু উত্তোলন করা হয়। তারই ধারাবাহিকতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ছে। অন্যায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।