আনোয়ার সুমনঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে ট্রাক্সফোর্সের অভিযানে ইজারা বহির্ভূত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৯ টি মামলাসহ সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করে উপজেলা প্রশাসন।
আজ ৪ঠা জুলাই সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। ধলাই নদীর ইসলামগঞ্জ বাজার ও ঢালারপাড় সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইজারা বহির্ভূত বালু উত্তোলন করায় এ আইন প্রয়োগ করা হয়।
পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাছের চৌধূরী।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাছের চৌধুরী জানান ধলাই নদীতে ইজারা বহির্ভূত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।