এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৪ আগস্ট মঙ্গলবার তেল গ্যাস সহ দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম পৌর বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল,যুগ্ন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ আরমান, কৃষক দলের আহ্বায়ক প্রমুখ। বক্তারা অবিলম্বে জ্বালানি তেলের দাম বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং ও গণপরিবহনের ভাড়া কমানোর দাবি করেন।
Leave a Reply