এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
১৯ নভেম্বর শুক্রবার কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে কুড়িগ্রাম সদরের বিভিন্ন রাস্তায় মানুষের কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, সহ-সভাপতি শহীদুজ্জামান সাজু, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ বিএনপি নেতা ইদ্রিস আলী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।