স্টাফ রিপোর্টারঃ
অদ্য ২৮-শে সেপ্টেম্বর রুহামা পরিষদ জিয়াপুরের উদ্যোগে বহুল প্রত্যাশিত দ্বীনি মহিলা মাদ্রাসা স্থাপনের জন্য পুরান সিংচাপইড় নিবাসী জনাব মুজিবুর রহমান নিজের একমাত্র জমি আল্লাহর ওয়াস্তে ছাতক ভূমি রেজিস্টারি অফিসে রেজিস্টারি করেদেন।
রেজিস্টারির সময় উপস্থিত ছিলেন জনাব হাজী ফজলুল হক, জনাব শফিক মিয়া, জনাব আমজাদ আলী আশকর, জনাব তৈয়বুর রহমান, জনাব আব্দর আলী, জনাব কবির উদ্দিন, জনাব শরফ মিয়া, মৌলভি রফিক উদ্দিন, এনামুল কবির এনাম, হানিফ আহমদ, মাওলানা আলী আহমদ, শাহ আলম, জাহিদুর রহমান।
বিঃদ্রঃ শরীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি জিয়াপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি ও মাদ্রাসা নির্মান কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান জনাব শামসুদ্দিন শিশু মিয়া সাহেব।
Leave a Reply