মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ বলেছেন দেশে ধর্ষণ এখন মহামারীতে পরিণত হয়েছে, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ( আসক) এর হিসাব অনুযায়ী কেন্দ্রে তথ্য সংরক্ষণ ইউনিট বলছে চলতি ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে ধর্ষণ হয়েছে ৬০১ জন নারী ও শিশু, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭জন নারীকে, আর ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৭জন নারী তিনি আরো বলেন ধর্ষণের ঘটনা বৃদ্ধির পেছনে রয়েছে নৈতিক অবক্ষয়, পশ্চিমা ও ভারতীয় সাংস্কৃতিক বিরূপ প্রভাব, মাদকের বিস্তার, বিচারহীনতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা ও দীর্ঘসূত্রতা, তিনি বলেন সমাজবিদরা মনে করেন ধর্ষণের বিচার না হওয়ায় ধর্ষণের মাত্রা অনেক গুন বেড়ে চলেছে, আজ ৩০ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যলয়ে মাসিক সভায় তিনি এসব কথা বলেন, সভায় দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আগামী ১অক্টোবর বিকাল ৩টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থী ও সর্বসাধারণের প্রর্তি আহ্বান জানান। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ মইনুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম জায়েফ, ইব্রাহিম ইসলাম আবির, মহাদি হাসান মুন্না, মহিউদ্দিন প্রমুখ।