সখীপুর প্রতিনিধি, মেহেদী হাসান রাসেল: দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ধর্ষণের বিরুদ্ধে টাংগাইলের, সখীপুরে মানববন্ধন করেছে সখীপুরের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন এমন মেধাবী শিক্ষার্থীরা।
সোমবার (৫অক্টোবর) বিকাল ৩টায় সখীপুর মোক্তার ফোয়ারা চত্বরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অধ্যায়নরত মেধাবী ছাত্র/ছাত্রী সখীপুর উপজেলার গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা। যাতে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।