এশিয়ান এক্সপ্রেস বার্তা বিভাগ:
সিলেটের বিশ্বনাথ উপজেলাসহ দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলগের আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, বিশ্বনাথ উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক, এশিয়ান এক্সপ্রেস টুযেন্টিফোর ডটকম অনলাইন নিউজপোর্টালের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৬ ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার ৪৯ বছর পূর্ণ হবে। ১৯৭১ সালে আগ্রাসী হানাদার পাকিস্তানী বাহিনীর হাত থেকে ৩০ লক্ষ শহীদ আর ২লক্ষ মা-বোনের সভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভোম এই বাংলাদেশের জন্ম হয়েছে। যাদের আত্মত্যাগ আমাকে গর্বিত বাঙ্গালী হিসেবে বেঁচে থাকার প্রেরণা যোগায়। মহান স্বাধীনতা অর্জনে আত্মদানকারী সকল শহীদদের প্রতি আজ বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করি। এডভোকেট গিয়াসউদ্দিন আহমদ আরো বলেন; বাংলাদেশ আজ আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে। এই মাসে দেশের জনগণ পদ্মা সেতুর মত মেগা প্রকল্পের পরিপূর্ণ বাস্তবায়ন দেখেছে। উন্নয়নের এই ধারাকে বাধাগ্রস্ত করার জন্য একশ্রেণী আজ বিস্ফোরণ ঘটাচ্ছে, সন্ত্রাস আর বিশৃংখলায় দেশকে পিছিয়ে নেওয়ার পায়তারায় মগ্ন। এ সকল অপশক্তিকে রুখে দেওয়ার শপথ নিয়ে দলের সকল নেতাকর্মীদের আওয়ামীলীগের পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।