সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে:
“যতক্ষণে দেহে আছে প্রাণ,প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে বাসযোগ্য করে যাবো আমরা;
দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠক,সমাজ সেবক নজরুল আমিন
অভিনন্দন বার্তায় তিনি বলেন,মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলো সুখ ও দুঃখের ভরা একটি বছর ২০২৩।হারিয়ে গেছে মায়াময় পৃথিবী থেকে লক্ষ লক্ষ জীবন। কিন্তু অনাগত সম্ভাবনার সমুজ্জ্বল, তাকে আবাহন করার দিন আজ।নতুন বছর যেন মুষ্টিমেয় ধনীর ভোগ বিলাসের সংকীর্ণ উল্লাসে অবসিত না হয়।দরিদ্র ও লাঞ্ছিত পীড়িত মানুষের নিষ্ফল বিলাপে যেন পৃথিবী বিষন্ন না হয়।এ থেকে সব মানুষ মুক্তি পেয়ে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর পৃথিবী যেন গড়তে পারি এই হোক ইংরেজি নববর্ষের শুরুতে আমাদের সকলের শপথ।