সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট)থেকেঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী সহ বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ ও আর রাহমান এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ সভাপতি অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান।
শুভেচ্ছা বার্তায় মুখলিছুর রহমান বলেন; চলমান করোনা মহামারীর কারণে সাধারণ মানুষের মধ্যে সেই চিরায়ত ঈদের আমেজ না থাকলেও আমাদেরকে ঈদ উৎযাপন করতে হবে।আসুন আমরা মহান মাবুদের সান্নিধ্য লাভের আশায় পশু কোরবানির সাথে সাথে ত্যাগের মাধ্যমে মনের পশুত্বকে দুর করি। নিজেদের মধ্যেকার হিংসা- বিদ্বেষ লোভ -লালসা ভূলে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করি। তবে খেয়াল রাখতে হবে পশু কোরবানি কিংবা নতুন কাপড় যেন আমাদের পাড়া প্রতিবেশী,আত্মীয় স্বজনের জন্য কষ্টের কারণ না হয়।জবাইকৃত পশুর মাংস সুষম বণ্টনের মাধ্যমে আমরা মহান মাবুদের কাছে ক্ষমা চাই, তিনি যেন সমগ্র বিশ্ব ও আমাদের প্রিয় মাতৃভূমিকে করোনা মহামারী দুর্যোগ থেকে রক্ষা করেন।