ডেস্কঃ
ইংরেজি নববর্ষ ২০২৫ খ্রিস্টাব্দের আজ প্রথম দিন। নানা আয়োজনে নতুন বছরের প্রথম দিন উদযাপন হচ্ছে দেশে-দেশে। ঘাত-প্রতিঘাত, প্রাপ্তি – অপ্রাপ্তির হিসেবে পুরনো বছরের বিদায়ের পাশাপাশি নতুন বছরের শুরুতে প্রত্যাশা সবার বছরটি যেন ভাল কাটে, সুখ স্বাচ্ছন্দ্যে যেন ভরপুর হয় বিব মানবের জীবন।
নতুন এই বছরের শুরুতে দেশ বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যাক্তিত্ব, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম এর চেয়ারম্যান, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ।
তিনি শুভেচ্ছা বার্তায়, উল্লেখ করেন, মানুষের জীবনের প্রতিটি দিন কোন না কোন ভাবে স্মরণীয় হয়। হাসি কান্না, প্রাপ্তি -অপ্রাপ্তিতে মানুষের জীবন চলে। প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল মুসিবত থেকে সৃষ্টি কর্তা যেন সবাইকে ভাল রাখেন। দেশে বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরের প্রতিটি দিন যেন সবার সুখকর হয় এই প্রত্যাশা করি।