বিশেষ প্রতিনিধিঃ আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের আর্থিক সহায়তায় দেওকলস লতিফিয়া ইসলামী সংস্থার গজল সন্ধ্যা ও দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী উরফে এনাম চৌধুরি ও দেওকলস ফুরকানিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছুবা মিয়া। উক্ত গজল সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। ঢাকা থেকে আগত আরো দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু উবায়দা ও হুসাইন আদনান কলরব সঙ্গীত পরিবেশন করেন।
মহতি এই অনুষ্ঠানে বিশিষ্ট জন হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ আল মাদানী ও গ্রামের প্রবীন মুরব্বি হাজী আব্দুল গফুর, কাচাঁ মিয়া চৌধুরি, মুখলিছুর রহমান, হাফিজ মুহিবুর রহমান, ফজলুর রহমান, রাসেল আহমদ সবুজ, লাখন মিয়া, ইব্রাহীম আলী, আব্দুল নুর, এমরানুজ্জামান, মুখলিছুর রহমান চৌধুরি, মশাহিদ মিয়া, শাহজান চৌধুরি, সুলেমান চৌধুরি। আরও উপস্থিত ছিলেন অত্র সংস্থার সভাপতি মোঃ সুয়েব মিয়া, সংস্থার সেক্রেটারি মোঃ মুজাহিদ মিয়া। সংস্থার সদস্য সাইফুর রহমান, কাওছার আহমদ, মারজান চৌধুরি, হরুফ মিয়া, জিয়াউল হক, হাফিজ মাহমুদুর রহমান, আব্দুল মালেক, নাইম মিয়া, ছালেক মিয়া, আকদ্দুস মিয়া, বেলাল মিয়া, আবিদুর রহমান প্রমুখ ।
যাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে উক্ত অনুস্টান করা হয়েছে তারা হলেন, মোঃ আলি উরফে এনাম চৌধুরি, মোঃ খলিলুর রহমান, আলহাজ্জ্ব জিলু মিয়া চৌধুরি, আলহাজ্জ্ব খালিছুর রহমান, আবুল কাশেম, সিদ্দিকুর রহমান, সেবুল মিয়া, ধলা মিয়া, আব্দুল মুকিত, টুনু মিয়া, শামিম আহমেদ, আনিসুল হক ও আরো অন্যান্য।
প্রতি বৎসরের ন্যায় এবার ও দেওকলস হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার ছাত্র/ ছাত্রীদের দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার আজীবন দাতা সদস্য আম্বিয়া খাতুন ও রাজিয়া খাতুন, দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলছার শিরনির আয়োজন করেন প্রতিষ্টাতা পরিবার, হাফিজ মুজাককির রহ: পরিবার দেশ বিদেশ ও এলাকার মুছল্লিয়ানে কিরাম।