সমুজ আহমদ সায়মন বিশ্বনাথঃ সিলেট ২- আসনের (বিশ্বনাথ ও ওসমানী নগর) সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি আলহাজ্ব মোকাব্বির খান বলেছেন, আমি জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি। যতদিন বেঁচে থাকবো ততদিন অধিকার বঞ্চিত ও অবহেলিত মানুষের অধিকার আদায়ে লড়াই করে যাবো। আমি দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকায় একদল মানুষ আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।আমি তাতে ভয় পাইনা। জনগন আমার পাশে থাকলে দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান আরো গতিশীল হবে।
৬ ই জানুয়ারী বৃহস্পতিবার উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ও উপজেলার সময়ের শৈল্পিক প্রজ্বলন ‘বাতিঘর’র পরিচালনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে উপরোল্লিখিত কথাগুলো বলেন।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে মোস্তাক আহমেদ মুস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের পৃষ্ঠপোষক, বিশ্বনাথ এইড ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাসিত রফি।
বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তজম্মুল আলী রাজু,সাংবাদিক জাহাঙ্গীর আলম খয়ের, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আব্বাস, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতিঘরের সাবেক সভাপতি গোলাম মুস্তফা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সানােয়ার আহমদ,মোহাম্মদ হানিফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ অপু, নুর উদ্দিন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের আহবায়ক জমির উদ্দিন, হাফিজ আনছার আলী ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল কাদির এবং জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। পরে সাংসদ মোকাব্বির খান উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।