মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৪ টায় উপজেলা ইসালামী আন্দোর এর অস্থায়ী কার্যলয়ে উপজেলা সভাপতি মাওলানা মোঃ আসাদুল্লাহ হামিদীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি নুরুল হুদা সাজুর পরিচালনায় দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান ও জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালীব, জেলা জয়েন্ট সেক্রেটারী, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাঃ মাহবুবুল আলম, জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ মুহিব্বুল্লাহ, জেলা স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক ডাঃ রাকিব হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য মোঃ নুরুল হুদা সাজুকে সভাপতি এবং মোঃ রফিকুল ইসলাম এসকেন্দারকে সেক্রেটারি এবং মাওলানা মোঃ গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে দিঘলিয়া উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।