এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-বাংলাদেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট রবিবার সকাল ৮ টায় সদ্য জাতীয়করণ ঘোষিত শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহ্ নুর আলম, সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা জেবের আলী, আলাউদ্দিন ও দাসিয়ার ছড়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নুর আলম সহ আরো অনেকে।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর পরিবারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহ সুপার হাফিজুর রহমন।