রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
দহগ্রাম ২ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া এলাকার মো: আফজাল হোসেনের তৃতীয় ছেলে মো: রাবিউল ইসলাম টুকলু (৩২) গত রাতে গরু পারাপারের উদ্দেশ্য কয়েকজন যুবক মিলে সিমান্ত লাগোয়া ডিএমপি -১০/১ ডাঙ্গাপাড়া- মেখলিগঞ্জ (অঞ্চল অফিস) বাংলাদেশ- ভারত সিমান্তে গেলে,ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী বিএসএফ টেরপেয়ে তাদের দিকে গুলি ছুঁড়ে, সঙ্গীরা সবাই চলে আসলেও বিএসএফ এর ছুঁড়ো গুলিতে রাবিউল ইসলাম টুকলু (৩২) ঘটনা স্থলে নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫১, বিজিবি পানবাড়ি সদরের কোম্পানী কমান্ডার আমান।
এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, ঘটনাটি শুনে আমি ঘটনা স্থলে গিয়ে পরিবারের সাথে কথা বলেছি এবং আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্প কমান্ডার, ভারতীয় কুচলিবাড়ি ওমর ক্যাম্প কমান্ডার এর পতাকা বৈঠকে উপস্থিত থেকে লাশ ফিরত আনার অনুরোধ করি।