রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি : দহগ্রাম ও পাটগ্রাম উপজেলাবাসী সহ দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাফিউল আলম বাবলু।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সাফিউল আলম বাবলু বলেন, মহামারি করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ সংকটকাল অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিলগ্নে অনুষ্ঠিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। ঈদ সারাবিশ্বের মানুষের মনে এক আনন্দের বার্তা পৌঁছে দেয়।
কিন্তু এবারের ঈদ নিরানন্দ করে দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। পবিত্র ঈদ-উল -আযহা উপলক্ষ্যে পৃথিবীর সকল মানুষকে এই মহামারী থেকে রক্ষা করতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তিনি । পাশাপাশি দহগ্রাম সহ দেশের সর্বস্তরের মানুষকে ঘরে থাকতে এবং স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জানান সাফিউল আলম বাবলু , এবং তিনি আরও বলেন, পবিত্র কুরবানি মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ-উল-আযহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে করে বলিয়ান। মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল আযহা আনন্দঘন মুহূর্ত। পবিত্র এই দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি দেশকে এগিয়ে নেওয়ার এবং অসাম্প্রদায়িক ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি বাঙালির প্রাণে। ঈদ মোবারক।