রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ বহুল আলোচিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম চেকপোস্টে বিজিবি ও মাংস ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন কে আটক করা হয়েছে। এ ঘটনায় ১জন আহত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রতিদিনের মত মাংস ব্যবসায়ীরা লাইন ম্যান /সোর্সম্যানদের মাধ্যমে টাকার বিনিময়ে মাংস পারাপার করে আসছে দীর্ঘদিন ধরে। তবে আজ সকালের দিকে মাংস নিয়ে আসার সময় বিজিবি ও মাংস ব্যবসায়ীদের মাঝে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ অবস্থায় ইদ্রিস আলী নামের এক মাংস ব্যবসায়ীকে মারধর শুরু করে বিজিবি। মারধর শেষে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় অপর মাংস ব্যবসায়ী ইদ্রিস আলীর ভাই সোহরাব আলী এগিয়ে আসলে তাকেও মারধর করে বিজিবি।বর্তমানে ইদ্রিস আলী কে বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে এবং সোহরাব আলীকে গুরুতর আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।