রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হাবিব বলেন ,ঈদ মুসলিম উম্মাহ্ এর একটি উৎসব যার মাধ্যমে ধনী-গরীব সকলে এক কাতারে সমবেত হয়। ধনীরা গরীবদের যাকাত প্রদান করে, যার মধ্যে দিয়ে সৃষ্টি হয় ভ্রাতৃত্ববোধ। রমজানের এক মাস সিয়াম পালনের পর ঈদ বাংলার ঘরে ঘরে খুশির আমেজ নিয়ে হাজির হয়। দুঃখ আর গ্লানি কিছুটা হলেও লাঘব হয়। অর্থনৈতিক সমৃদ্ধ ব্যক্তিগণ যদি সমাজের অসহায়, হতদরিদ্র মানুষগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সমাজ তথা রাষ্ট্র হতে অভাব অনটন দূর হবে। যার ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে গিয়ে সুষ্ঠু সমাজ বির্নিমাণে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা বিরাট ভূমিকা পালন করে থাকে। ঈদ সবার জীবনে এক পশলা বৃষ্টির মতো সুখ বয়ে আনুক। দহগ্রাম ইউনিয়ন বাসী সহ পাটগ্রাম উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ!