লালমনিরহাট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দহগ্রাম আঙ্গোরপোতার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন সম্মিলিত সাংস্কৃতিক জোট দহগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নূর আলম বিপুল।
শুভেচ্ছা বার্তায় নূর আলম বিপুল বলেন; চলমান করোনা মহামারীর কারণে সাধারণ মানুষের মধ্যে সেই চিরায়ত ঈদের আমেজ না থাকলেও আমাদেরকে ঈদ উৎযাপন করতে হবে।আসুন আমরা মহান মাবুদের সান্নিধ্য লাভের আশায় পশু কোরবানির সাথে সাথে ত্যাগের মাধ্যমে মনের পশুত্বকে দুরকরি। নিজেদের মধ্যকার হিংসা- বিদ্বেষ লোভ -লালসা ভূলে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করি। তবে খেয়াল রাখতে হবে পশু কোরবানি কিংবা নতুন কাপড় যেন আমাদের পাড়া প্রতিবেশী,আত্মীয় স্বজনের জন্য কষ্টের কারণ না হয়।জবাইকৃত পশুর মাংস সুষম বণ্টনের মাধ্যমে আমরা মহান মাবুদের কাছে ক্ষমা চাই, তিনি যেন সমগ্র বিশ্ব ও আমাদের প্রিয় মাতৃভূমিকে করোনা মহামারী দুর্যোগ থেকে রক্ষা করেন।
এবারের ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ, অনাবিল আনন্দ।