রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনেই নিরস্ত্র বাঙ্গালীরা স্বাধীকার ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা শুরু করছিলেন এবং তাজা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন। লাখো শহীদের স্মৃতি স্মরণে আজকের এই মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দিনের সূচনালগ্নে সকাল ৬টা থেকেই লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়ন পরিষদ, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দহগ্রাম কেন্দ্রীয় স্মৃতিসৌধ, শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন,দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পরপরই দহগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও দহগ্রাম ০১ থেকে নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ, শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্তরে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ কারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন,ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা আমাদের প্রিয় মাতৃভূমি, স্বাধীনতার আগে পরে স্বাধীনতা বিরোধিরা আমাদের দেশের শুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে চলছে,এখনি সময় এদের শক্ত হাতে দমন করার।
স্বাধীনতার স্বপক্ষ শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায় স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে, দেশের উন্নয়নে এখন আমরা অনেকদুর এগিয়ে, দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে।
আমরা দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হব,দেশের এই উন্নয়নে এগিয়ে আসতে হবে আমি সবাইকে
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
Leave a Reply