রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ আজ ১৬ই জুলাই (শুক্রবার ) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদে দুঃস্থ- অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঈদ উপহার দহগ্রাম ইউনিয়নে ৭৪৬ পরিবারের মধ্যে ১০ কেজি করে (ভিজিএফ) এর চাল বিতরণ করেন লালমনিরহাট জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
এমপি’র হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল পেয়ে অনেকে খুশি হয়েছেন। ঈদের সময় গরীব মানুষের জন্য ত্রাণ সরকারের কার্যকরী পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। ।
মোতাহার হোসেন এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগের আমলে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে তা বিগত কোনো সরকারের আমলে হয়নি। গরিব অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার।
উক্ত সময়ে মোতাহার হোসেন এমপির সফর সঙ্গী হিসেবে ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান নিলু, পিআইও উত্তম কুমার নন্দী, উপজেলা আ’লীগ নেতা খোরশেদ রেজা,জেলা আ’লীগ সদস্য নুরে আলম আজাদ জুয়েল,দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান, দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাফিউল আলম বাবলু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। দহগ্রাম ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও দলীয় নেতা-কর্মীবৃন্দ।