রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল-আযাহার শুভেচ্ছা জানিয়েছেন পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন দহগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব।
দহগ্রাম ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদে সকলের জীবনে সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সমাজ গড়ে তোলার আহব্বান জানান। চলমান করোনা পরিস্থিতি মানুষকে অস্থির করে তুলেছে। মরণব্যাধী করোনা ভাইরাসের কারনে আমরা প্রত্যেকে আজ গৃহবন্ধী। প্রত্যেকের ঘরে নিরব অভাব থাকার পরও বেঁচে থাকার জন্য ঘরে থাকার জন্য আহবান জানান।
হাবিবুর রহমান হাবিব আরো বলেন, জীবনের প্রথম দেখেছি গোটা পৃথিবী অঘোষিত লকডাউন। বাংলাদেশ তার বাইরে নয়, তাই প্রত্যেকের উচিত হবে মহামারী করোনার কারণে রাষ্ট্রীয় সকল বিধি নিষেধ মেনে ঈদ উদযাপন করা। ঈদে গণজমায়েত এড়িয়ে চলা সহ প্রয়োজনে ঘরেই নামাজ আদায় করতে হবে। সুতারং ঈদে কোলাকুলি, দাওয়াত খাওয়া সহ সকল গণজমায়েত বর্জন করুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন। নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে সাহায্য করুন। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকের পরিবার আছে, নিজের জন্য নয় পরিবারের জন্য ভাবতে হবে। তাই প্রয়োজনে আমরা ঘরে থেকেই ঈদ আনন্দ উপভোগ করব। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করবেন বলে তিনি আশা ব্যাক্ত করেন। ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা কর্মী ও দহগ্রাম আঙ্গোরপোতার সর্বস্তরের জনসাধারণের প্রতি শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।