রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ ১৯শে জুলাই (সোমবার) দুপুরে পাটগ্রাম উপজেলায় দহগ্রাম ইউনিয়নের অতি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, একটি সাবান এবং দহগ্রাম গুচ্ছগ্রাম(আদর্শ গ্রাম) নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,লালমনিরহাট জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনতার মোতাহার হোসেন এমপি মহোদয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় আরো উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান নিলু, অধ্যক্ষ পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজ ও সদস্য জেলা আওয়ামীলীগ লালমনিরহাট , মোহাম্মদ নূরে আলম আজাদ জুয়েল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা, মোঃ আবু তালেব যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা, দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রধান , দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাফিউল আলম বাবলু , দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মোছাঃমনোয়ারা বেগম জেলা পরিষদ সদস্য, মোসাম্মৎ রুনা লায়লা দহগ্রাম মহিলা সংরক্ষিত সদস্য,প্রবাসী ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মস্তফা হাচান সহ।
এ সময় প্রধান অতিথি মোতাহার হোসেন এম পি বলেন, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
আর আজ থেকে দহগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে মাস্ক ছাড়া প্রবেশ সম্পূর্ণ রুপে নিষেধ করেছেন,তিনি আরো বলেছেন করোনা ভাইরাস থেকে একমাত্র জনসচেতনতাই পারে আমাদের কক্ষা করতে।
ঈদের পূর্বমুহূর্তে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অসহায় মানুষরা অনেক খুশি।
ত্রাণ বিতরণের পূর্বে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান কর্তৃক ইউনিয়ন পরিষদে আগত সকল জনগণকে মাস্ক বিতরণ করা হয়।