রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ দহগ্রাম ইউনিয়ন শাখার আয়োজনে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে ।
দিবসটি উপলক্ষে দিনের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১ সালে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু, সাধারণ সম্পাদক ও দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ দহগ্রাম ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক এম আর এইচ সরকার রাকিব,দহগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামান প্রধান রাসেল , দহগ্রাম তদন্ত কেন্দ্রের আইসি এনায়েত কবির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।