1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্টের ঢেউটিন বিতরণ হাতীবান্ধা সীমান্তে বিএস*এফে*র গু*লিতে যুবকের মৃ*ত্যু নিয়ে ধুম্র*জাল দশম জন্মদিনে সোহানী আহমদ আলীজা লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন কালবৈশাখী ঝড়ে ফুলবাড়ীতে গাছ চাপায় এক নারী নিহ*ত গণহ*ত্যার প্রতি+বাদে বিশ্বনাথে মার্চ ফর গা*জা ও প্রতি*বাদ সভা অনুষ্ঠিত উদ্বোধন হলো বুড়িমারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টার নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহ*ত নরসিংদীতে জমি দখ*লের চেষ্টায় বাড়িঘরের হাম*লা-ভাঙচুর ফুলবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী অনুপস্থিত ফেসবুকে সম্মানী ব্যক্তিদের টার্গেট করে আপত্তিকর, অ*শ্লীল পোস্ট করায় স্কুল শিক্ষিকা বহি*ষ্কার বিশ্বনাথের ‘খাজাঞ্চী একাডেমী’তে প্রবাসী সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে কর্তৃপক্ষ গাজায় গণহত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে সচেতন মুসলিম সমাজের বিক্ষোভ মিছিল

দশ পুলিশ সদস্যকে শেষ কর্মদিবসে ব্যতিক্রমী ভাবে ফুলের সাজ সজ্জায় রাঙ্গিয়ে দিলেন পুলিশ সুপার

  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২১৬ Time View

সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ হরেক রকমের মন মাতানো সাজে বেলুন দিয়ে সাজানো হয়েছিল গাড়ি বহর। চাকরিজীবন শেষ করে সেই গাড়িতে বাড়ি ফিরেছেন জয়পুরহাট জেলা পুলিশের ১০ জন সদস্য। বিদায় বেলায় এমন সম্মাননায় তারা সবাই পরম আনন্দে অশ্রুসিক্ত হয়েছিল।

মূলত যারা দেশ মাতৃকার জন্য যৌবনকাল উজার করে দিয়েছেন, পারিবারিক এবং ধর্মীয় উৎসবগুলোর আনন্দ-বেদনা ভাগাভাগি করার সুযোগও ঠিকমতো হয়নি প্রিয়জনদের সঙ্গে, জীবনের ঝুঁকি নিয়ে রাত-বিরাত কেটেছে বিভিন্ন প্রান্তে, জাতির সেই ১০ জন অতন্দ্র প্রহরীর শেষ কর্মদিবসকে রাঙিয়ে দিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

গতকাল সোমবার জয়পুরহাট পুলিশ লাইনস ড্রিলশেডে এভাবেই স্বাস্থ্যবিধি মেনে ১০ পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে ০১ জন পুলিশ পরিদর্শক(আরআই), ০১ জন এসআই(সশস্ত্র), ০২ জন এএসআই(সশস্ত্র), ০৬ জন কনস্টেবলসহ মোট ১০ জনকে অবসরজনিত এবং মোঃ রাইসুল ইসলাম পুলিশ পরিদর্শক(ক্রাইম)কে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ীদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম), ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট এবং পরিবারবর্গের জন্য উপহার সামগ্রী প্রদান করেন।

অবসরজনিত বিদায়ীরা হলেন, মোঃ শাহ জাহান আলী পুলিশ পরিদর্শক(আরআই), এসআই(সশস্ত্র) মোঃ সাইফুল ইসলাম, এএসআই(সশস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই(সশস্ত্র) মোঃ মহসীন আলী মন্ডল, কং-জুলফিকার আলী ভুট্টো, কং-ডাইচ হোসেন তালুকদার, কং- মোঃ আব্দুর রহমান, কং-শ্রী মহেশ চন্দ্র শীল, কং- শহিদুল ইসলাম, কং-মোঃ আব্দুর হালিম, কং- শ্রী বিমল চন্দ্র রায়।

পুলিশের চাকরি শেষে এতকাল অধিকাংশ কনস্টেবলের বিদায়টা ছিল নিতান্তই সাদামাটা। অনেকে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরতেন। পুলিশের চাকরিতে অধিকাংশ কনস্টেবল প্রায় ৪০ বছর দেশ মাতৃকার গৌরবোজ্জল সেবায় নিয়োজিত থেকে অনেকটাই নিরবে-নিভৃতে চলে যান বাড়ীতে। রিজার্ভ অফিস থেকে একটি সিসি নিয়ে ৪০ বছর ধরে শরীর-হৃদয়ে জড়িয়ে থাকা প্রিয় ইউনিফর্মটি খুলে জমা দিয়ে ৪০ বছরের হাজারও স্মৃতি জমাট বাধা অনুভূতি নিয়ে বাড়ি ফিরতেন। হয়তো কদাচিৎ কোন সহকর্মী ধন্যবাদ জ্ঞাপন বা একটি ফুলের শুভেচ্ছাও জানাতেন।

কিন্তু মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,
বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশিত ০৫টি লক্ষ্যের অন্যতম(ফোর্সের সামগ্রীক কল্যাণ নিশ্চিত করণ) কে ধারণ করে পাল্টাতে শুরু করেছে দৃশ্যপট-পুলিশ সংস্কৃতিতে এসেছে বড় ধরণের পরিবর্তন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের অনুপ্রেরণায় জেলা পুলিশ জয়পুরহাটের উদ্যোগে বিদায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা শেষে বিদায়ীদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন পুলিশ সুপার। পরে পুলিশ সুপারের উপস্থিতিতে অন্যান্য সহকর্মীরা বিশেষ সম্মানের সহিত বিদায় জানান অবসরপ্রাপ্তদের। সুসজ্জিত গাড়ী দিয়ে নিজ নিজ বাড়ি পৌছেঁ দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, “এরকম আয়োজন করে সম্মানজনক ভাবে চাকরিস্থল থেকে বিদায়বেলায় তাদেরকে ‘আপনার সার্ভিসের জন্য ধন্যবাদ’ বলতে পারাটা আমার জন্যও পরম আনন্দের একটি বিষয়।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews