সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে”
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট, ইউ কে বিয়েতে নগদ অর্থ প্রদান করেছে।
আজ-(১৯ মার্চ ২০২১)আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ রহমান মন্জিলে আলোর কুঁড়ির উদ্দ্যোগে সদস্য আজিমুর রহমান হামিম ও আতিকুর রহমান তোয়াছিন নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীর আমিনুর রহমান, এম.মাহফুজুর রহমান,এম.আবিদুর রহমান।
বৃটেনের অনেক পরিবার আর-রাহমান এডুকেশন ট্রাস্টের কার্যক্রমকে অর্থ, বুদ্ধি শ্রম,উৎসাহ প্রদান করে যাচ্ছেন তাদের মধ্যে হলেন হাজী আবুল কাশেম, ফাতিমা আক্তার নার্গিস,হাজী নেহারুন নিসা, হাজী সপ্না খাতুন, মুরশিদা খাতুন,মাও রুম্মান আহমেদ, ইমাম মাওলানা নুরুর রহমান, হাজী রফিক উদ্দীন, মোহাম্মদ হুমায়ুন আহমেদ,মোহাম্মদ আলি আসকার,হাজী আবুল বাসার, মোহামমদ নুরুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া, হাজী আবিদ আহমেদ, সৈয়দ জমিরুল হক,মোহাম্মদ ইকবাল,হাজী কবির মল্লিক, শাপলা বিবি, মাও: সিদ্দিকুর রহমান।
আল্লাহ তাদের এই মহৎ উদ্দ্যোগের উওম প্রতিদান দান করুক।