মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই(নিঃ) সোহেল মাহমুদ এর নেতৃত্ত্বে থানার অফিসারগন সঙ্গীয় ফোর্স সহ ইং ০২/০৩/২০২৪ তারিখ দিবাগত রাত কানাইঘাট থানা এলাকায়র ০৫ নং বড় চতুল ইউনিয়নের রায়পুর সাকিনে এবং ৪ নং৷ সাতবাঁক ইউনিয়নের লালারচক সাকিন গ্রেফতারী অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামী ১। মোঃ হাবিবুল্লাহ (৪০), পিতা-মৃত নুরুল হক, সাং-রায়পুর, ২। মোঃ ফয়জুল ইসলাম (৫০), পিতা-মৃত খাতির আলী, সাং-রায়পুর, ৩। মোঃ আবু বকর (৫০), পিতা-মৃত রকিব আলী, সাং-রায়পুর, ৪। মোঃ সুলেমান আহমদ (৪০), পিতা-গোলাম আকবর, সাং-রায়পুর, ৫। মোঃ হারুন রশীদ (৬০), পিতা-মৃত তবারক আলী, সাং-রায়পুর, ৬। মোঃ শাহাব উদ্দিন (৫৬), পিতা-মৃত আঃ মনাফ, সাং-রায়পুর, ৭। মোঃ আঃ খালিক, পিতা-মৃত আঃ মজিদ, সাং-রায়পুর, ৮। ময়নুল ইসলাম (৪০), পিতা-আঃ মতিন, সাং-রায়পুর, ৯। মোঃ আমির আলী (৬২), পিতা-মৃত মছদ্দর আলী, সাং-রায়পুর, ১০। মোঃ আঃ মুতলিব (৫৬), পিতা-তজম্মুল আলী, সাং-রায়পুর, ১১। মোঃ নজরুল ইসলাম (৪৪), পিতা-মৃত মরাকিব আলী, সাং-রায়পুর, ১২। আঃ মালিক (৪৮), পিতা-মৃত বশির আলী, সাং-লালারচক পূর্ব, ১৩। সালিক মিয়া (৫২), পিতা-মৃত বশির আলী, সাং-লালারচক পূর্ব, ১৪। আব্দুল গফুর (৪৫), পিতা-মৃত বশির আলী, সাং-লালারচক পূর্ব, সর্বথানা-কানাইঘাট, জেলা-সিলেটদের গ্রেফতার করেন। উক্ত আসামীদের অদ্য ০৩/০৩/২০২৪ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।