ডেস্কঃ
স্ত্রীকে খুন করে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠল মিন্টু দেববর্মার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তগর্ত হলুদিয়া এডিসি ভিলেজের হাজারীবাড়ি এলাকায়। ঘটনা প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর ) রাতে কল্যাণপুর থানায় জেসমিন দেববর্মা ও তাঁর স্বামী মিন্টু দেববর্মা নিখোঁজ জানিয়ে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল পরিবারের তরফে। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে জেসমিনকে তাঁর স্বামী খুন করে জঙ্গলে মাটি চাপা দিয়ে ফিল্মি কায়দায় তার ওপরে গাছের ডাল ও পাতা দিয়ে রেখেছে। পুলিশ জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে মৃত রক্তাক্ত নিথরদেহ উদ্ধার করে। এটি যে একটি পরিকল্পিত হত্যাকান্ড সে বিষয়ে নিশ্চিত মহকুমা পুলিশ আধিকারিক। পাশাপাশি পুলিশ সন্দেহ ধারালো অস্ত্র দিয়ে তাকে মারা হয়েছে। পুলিশ অভিযুক্ত মিন্টু দেববর্মার খুঁজে তল্লাশি জারি রেখেছে। মৃতদেহ কল্যাণপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।