সুনামগঞ্জ প্রতিনিধি:
নতুন বছরের শুরুতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (পহেলা জানুয়ারি) সকাল ৯ ঘটিকা হতে তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করেন, তাহিরপুর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন। নতুন বই বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও অভিবাবক বৃন্দ। প্রসঙ্গত: তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।