ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ শামসুল উলামা আল্লামা ফুলতলী রহ. এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেটের বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার আওতাধীন ২নং খাজাঞ্চি (পূর্ব) ইউনিয়ন শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার ৮ জুলাই বিকাল ২টায় স্হানীয় ইউনিয়ন’র রহিমপুর ইয়াকুবিয়া হাফিজিয়া মাদরাসার কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শাখার বিদায়ী সভাপতি সেলিম আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমান আহমদ’র পরিচালনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলার সভাপতি মো. বায়েজীদ আহমদ, সাধারণ সম্পাদক আল আমিন সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উত্তর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জামাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার সহ- সভাপতি মো. হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. জাবেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামরান আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে রুমান আহমদকে সভাপতি, মো. বুরহান উদ্দীনকে সাধারণ সম্পাদক ও আল আমিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি শাহজাহান, লোকমান আহমেদ সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন , সহ সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ (০১),আফজাল হুসাইন, হাফিজ ফারহান,
প্রচার সম্পাদক আমিনুর রহমান মিজান, সহ-প্রচার সম্পাদক জাকারিয়া , মাহমুদুল অর্থ সম্পাদক মনোয়ার হুসাইন, অফিস সম্পাদক সামিউর রশিদ , সহ অফিস সম্পাদক তানভীরুল ইসলাম , হাফিজ আমিন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাদী , সহ প্রশিক্ষণ সম্পাদক সাজু ইসলাম , শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমন আহমেদ , সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জালাল, জিসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুবকর, কামরান (০২)।
নির্বাহি সদস্য- রিদ্বয়ান,হাবিবুর রহমান, হাফিজ রাজু আহমেদ, শরিফ, তাসমীর, মিসবাহ, হাসান, হুসাইন আহমেদ, সায়েফ আহমদ, ফাহিম, মিজান, রুমন, বদরুল, মারফ, আব্দুল আহাদ ও নজরুল ইসলাম।