ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার আওতাধীন বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
রবিবার ২০ জুন বিকাল ৩টায় বিশ্বনাথ আলিয়া মাদরাসা কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শাখার বিদায়ী সভাপতি আব্দুল মুক্তাদির ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজনের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে উদ্ভোধনী বক্তব্য রাখেন সংগঠণের কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ আবুল কাসেম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি কবির আহমদ, সহ-সভাপতি ইসলাম উদ্দিন লতিফী, সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেন, প্রচার সম্পাদক খালেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক শেখ বিলাল আহমদ, সদস্য রুহুল আমিন তালুকদার, সাবেক তালামীয নেতা শাহেদ আহমদ শিপু।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হোসাইন আহমদ রাজনকে সভাপতি, আশিকুর রহমান সাঈদকে সাধারণ সম্পাদক ও সেলিম আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৭সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মুবিন, প্রচার সম্পাদক হোসাইন আহমদ, সহ-প্রচার সম্পাদক নাজির আহমদ, অর্থ সম্পাদক দিলওয়ার হোসেন, অফিস সম্পাদক সাইদুল ইসলাম, সহ অফিস সম্পাদক সেবুল আহমদ, তাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াস আল মুবিন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন।
নির্বাহী সদস্য- শামসুল ইসলাম, দিলোয়ার হোসেন, আব্দুল বাছিত মাহদি, সালমান আহমদ, কাওছার মুবিন,সাজলু আহমদ, ফরহাদ আহমদ, বুরহান উদ্দিন, আলী হুসেন, কবির আহমদ, কামাল আহমদ, সাহিদ খান, মামুনুর রশিদ জামিআ, আছাদুর রহমান, ফাহিম আহমদ, আল এমরান, আরমান আলী, আবু সাঈদ।