মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ তালামীযের কর্মীরা জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে ইসলাম ও দেশের কল্যানে কাজ করতে হবে। উত্তম আদর্শ গ্রহন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা বিশ্বাস মুসলিম ছাত্র সমাজের দ্বারে দ্বারে পৌছাতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আপন কর্ম দক্ষতা ও পরিপূর্ণ আদর্শ গ্রহন করে তালামীযে ইসলামিয়া কে দেশের মডেল সংগঠন হিসেবে তোলে ধরতে হবে।
তিনি আরোও বলেন, বাতিলের বিপক্ষে সদা-সর্বদা আন্দোলন চালিয়ে যেতে এবং তাদের সকল অপপ্রচারের সুষ্ঠু জবাব দিতে তালামীযে ইসলামিয়ার কর্মীরা সজাগ দৃষ্টি রাখতে হবে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে জেলা তালামীযের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়ে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা তালামীযের আহবায়ক এম এ জলীল এর সভাপতিত্বে ও সদস্য কাওছার আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের মুহতারাম সভাপতি আখতার হোসাইন জাহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিয কাওছার আহমদ, বর্তমান সহ সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান সানী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য কাওছার আহমদ, সামাউন কবির, মোস্তাকুর রহমান সাদিক, মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, সহ সভাপতি আফসার ইবনে রহিম, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মুজিবুর রহমান আযহার, সাধারণ সম্পাদক নাছির খান, টাউন কামিল মাদরাসা সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিয নাফিউল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সভাপতি শামছুল ইসলাম সোহাগ, কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি এনামুল হক চৌধুরী, সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, কুলাউড়া তালামীযের সহ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিল, রাজনগর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আলী হোসাইন মিথুল প্রমুখ।