ডেস্কঃ
ভারতের তামিলনাড়ুতে বেআইনি গড়ে উঠা বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন শ্রমিক। আহত হয়েছেন আরো একাধিক। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর,।
শনিবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুরে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে ভারতের তামিলনাড়ুর বিরুধুনগরের ভেম্বাকোট্টি এলাকায় একটি বাজি কারখানায়। সে সময় অন্তত পক্ষে ৩০ জন শ্রমিক কারখানায় ছিলেন। বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকলের একাধিক ইঞ্জিন। আচমকা বিস্ফোরণে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে , কারখানার কেমিক্যাল মিক্সিং রুম থেকেই বিস্ফোরণটি ঘটেছে। এই বাজি কারখানার মালিক বিজয় পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে কারখানা ও সেই সংলগ্ন ৪টি বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে যায়।