মির্জা মাহমুদ রন্টু নড়াইল : নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. ইব্রাহিম আল মামুন। এছাড়া বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু। এ সময় উপস্থিত ছিলেন আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পলাশ মোল্যা, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবিরসহ ইউনিয়নের সচিব, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় ইমাম, কাজী, স্কুল-কলেজের শিক্ষক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীবৃন্দ।
দিনব্যাপী এ কর্মশালায় বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়, করোনাকালীন শিক্ষা ব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ সর্বোপরি সমাজের সকল স্তরের জনগণকে অংশগ্রহণমূলক ভূমিকার মাধ্যমে বিদ্যমান সংকট ও সমস্যা উত্তোরনের জন্য প্রচেষ্ঠা চালাতে আহব্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সুযোগ্য জেলা প্রশাসক জনাব আনজুমান আরা উপস্থিত সবাইকে নড়াইল জেলাকে আর্দশ জেলা হিসেবে গড়ে তোলার জন্য স্বপ্রণোদিত ও স্বেচ্ছামূলক মন নিয়ে আন্তরিকতার সাথে সমাজ নির্মাণে অংশগ্রহণের অনুরোধ জানান।