রাকিব হোসাইন, লালমনিরহাট প্রতিনিধিঃ
ঢাকায় ৫তলা ভবন থেকে পড়ে গিয়ে মিজানুর রহমান (২২) নামে পাটগ্রামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাওহঠা পাড়ার মৃত রশিদার রহমানের ছেলে।
জানা গেছে, মিজানুর রহমান ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
১০ মার্চ ইফতারের সময় ৫ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। আহত মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
পরে তাকে ঢাকা ধানমন্ডির একটি মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাত ১১ টায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি মেম্বার ফরহাদ হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বামীহারা স্ত্রী একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে মিজানুরের মা শোকে বিহ্বল হয়ে পড়েছেন।