জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ
তথ্য প্রযুক্তির উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরিতে অবদানের স্বীকৃতি স্বরুপ আইসিটি উদ্যোক্তাদের ড্যাফোডিল আইসিটি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ও শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার পেলেন নড়াইলের লোহাগড়া কম্পিউটার এন্ড আইটি ট্রেনিং সেন্টার এর পরিচালক মো. রমজান বিশ্বাস।
গত শনিবার (১০ ফের্রুয়ারী) ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের আয়োজনে পাবনা গালর্স হাই স্কুলে এ অনুষ্ঠান হয়।
ড্যাফোডিল আইসিটি ‘গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ ও শ্রেষ্ট উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন মোট ৩৪ জন। এর মধ্যে ৭ জনকে দেওয়া হয় গোল্ড মেডেল ও সনদপত্র এবং বাকি ২৭ জনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। সারাদেশে ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন এর মোট ৭০০ টি সেন্টারের ভিতরে ১ম স্থান অর্জন করেন লোহাগড়া কম্পিউটার এন্ড আইটি ট্রেনিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ রমজান বিশ্বাস।