মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনার ডুমুরিয়া উপজেলাধীন ৯ নং সাহস ইউনিয়ন শাখার দি বার্ষিক সম্মেলন আজ সকাল ১০ টায় ইউনিয়নের নোয়াকাটি বাজারে মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল্লাহ ইমরান। জেলা সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান , জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ গালিব ,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মাহবুবুল আলম ও সেক্রেটারী ডাঃ মুফতী ওমর ফারুক।ইসলামী শ্রমীক আন্দোলন ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জামির হোসেন জর্দার।
৩ নং রুদাঘরা ইউনিয়ন শাখার সেক্রেটারি আমিরুল ইসলাম হালদার, ৯ নং ইউনিয়ন পরিষদ এর হাতপাখার চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মুস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন শিমুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে
সৈয়দ মোস্তফিজুর রহমান কে সভাপতি ও হাফেজ ফরহাদ হোসেন কে সেক্রেটারি করে ২০২১-২২ সেশনের জন্য ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল্লাহ ইমরান।