ডেস্কঃ
সিলেট নগরীর ঐতিহ্যবাহী টুকেরবাজারে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড টুকেরবাজার শাখার দ্বিতীয় বর্ষপূর্তী পালিত হয়েছে। গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কেক কেটে বর্ষপূর্তী অনুষ্ঠান উদযাপন করা হয়।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড টুকেরবাজার শাখার এভিপি ও ম্যানেজার মুহাম্মদ শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শাখার এসইও এন্ড ডেপুটি ম্যানেজার সুমিত চক্রবর্ত্তীর পরিচালনায় দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড টুকেরবাজার শাখার অফিসার মোহাম্মদ মাহমুদুল করিম, ট্রেইনিং অফিসার নাজিয়া ইসলাম চৌধুরী, ক্যাশ-ইন-ইনচার্জ মুকুল কান্ত দাস, ক্যাশ অফিসার আব্দুর রহমান ও শিমু বেগম, জুনিয়র রেমিটেন্স অফিসার মোঃ রুবেল আহমদ, জুনিয়র মার্কেটিং অফিসার মোঃ ফয়জুর রহমান। এছাড়াও সালেক হোসেন, রুবেল আহমদ, মাসুদ রানা, মুহিবুর রহমান, মালেক আহমদ, আব্দুল মুকিত ও বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগণ সহ বর্ষপূর্তি অনুষ্ঠানে টুকের বাজার ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড টুকেরবাজার শাখার এভিপি ও ম্যানেজার মুহাম্মদ শামীম আহমদ চৌধুরী কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তী উদযাপন করা হয়।
Leave a Reply