ডেস্ক: কনকনে ঠান্ডা থেকে বাঁচতে কয়লার উনুন জ্বালিয়ে একসঙ্গে ঘুমোতে গিয়েছিলেন পরিবারের ৭ সদস্য। পরের দিন ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকি ২ জনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে।। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায়। সোমবার (৮ জানুয়ারি ) রাতে উনুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন ৭ জন। মঙ্গলবার (৯ জানুয়ারি ) সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে ৭ জনকে অচৈতন্য অবস্থায় দেখে পুলিশকে খবর দেন তাঁরা। ওই পরিবারের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতেরা হল সোনম(১৯), ওয়ারিস (১৭), মেহেক (১৬), জাইদ (১৫) এবং মাহি (১২)। পুলিশের প্রাথমিক অনুমান, বন্ধ ঘরে উনুন জ্বালানোর ফলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। কয়লা থেকে নিগর্ত ক্ষতিকর গ্যাসে ঘর ভরে যাওয়ায় ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ।