মাসুদ রানা ফেনী : টানা ৫ম বার ফেনীর দাগনভূঞার সিলোনীয়া হাইস্কুলের সভাপতি নির্বাচিত হলেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন। আজ বুধবার কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সভাপতি পদে এ অনুমোদন দেয়।
জানা গেছে, নিদিষ্ট সময়ে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ড এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। কুমিল্লা শিক্ষাবোর্ড যাচাই-বাচাই করে আজ এ নির্দেশনা দেন। পূর্বের অভিজ্ঞতা ও সামাজিক গ্রহনযোগ্যতা বিবেচনা করে অফিস আদেশের মাধ্যমে মামুনুর রশিদ মিলনকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি তালিকা প্রকাশ করে।
কমিটির অন্যরা হলেন- সদস্য সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক কামাল উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মো. ইউসুফ , শিক্ষক প্রতিনিধি গিয়াস উদ্দিন।
জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতা আলহাজ্ব মামুনুর রশীদ মিলন ভাইকে।